ঘুমধুমে রাবার বাগানে এক রোহিঙ্গার ঝুলন্ত লাশ উদ্ধার

ডেস্ক নিউজ
প্রকাশ: ৩১ অক্টোবর, ২০২৫, ১:০৬
ঘুমধুমে রাবার বাগানে এক রোহিঙ্গার ঝুলন্ত লাশ উদ্ধার
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলাধীন সীমান্তবর্তী ঘুমধুম ইউনিয়নের রাবার বাগান থেকে এক রোহিঙ্গার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকালে সীমান্তবর্তী ঘুমধুম ইউনিয়নের টিভি টাওয়ার সংলগ্ন এলাকায় রাবার বাগানের একটি গাছে দড়িতে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, স্থানীয় এক বাসিন্দা বাগানে একটি গাছে দড়িতে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ দেখতে পেয়ে খবর দিলে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাফর ইকবাল সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেন।

নিহত রোহিঙ্গা ব্যক্তির নাম আব্দুল শুক্কুর (৩৯)।

তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা রেজিস্টার ক্যাম্প–২ ইস্ট, ব্লক–ডি/৪–এর বাসিন্দা। তার বাবার নাম সায়েদ আলম। 

লাশটি প্রথম দেখতে পান স্থানীয় অনিসুর মোস্তফা। তিনি বলেন, দুপুরে রাবার বাগানের দিকে গেলে দেখি একজন গাছে ঝুলে আছে।

পরে চিনতে পারি তিনি রোহিঙ্গা। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দিই।এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার  অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসরুরুল হক এ প্রতিবেদককে জানান, ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ কর্মকর্তা আরো জানান, সুরতহাল রিপোর্ট প্রস্তুত শেষে লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এদিকে স্থানীয়দের মধ্যে এ ঘটনাকে ঘিরে আতঙ্ক সৃষ্টি হয়েছে।