চট্টগ্রামে ঝুট গুদাম ও প্লাস্টিক কারখানা পুড়ে ছাই
ডেস্ক নিউজ
প্রকাশ: ১৬ আগস্ট, ২০২৫, ৬:০৭
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান বলেন, খবর পেয়ে দ্রুত আসলেও পর্যাপ্ত পানি না থাকায় আগুন নেভাতে বেকায়দার পড়তে হয়। এছাড়া কারখানায় থাকা দাহ্য পদার্থের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। রাত ৪টা ৪৫ মিনিট থেকে আগুন নিয়ন্ত্রণে আসে। নির্বাপণের কাজ চলছে।
আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্র জানায়, রাত ২টার সময় আগুনের সংবাদ আসে। এরপর ৪টি স্টেশনের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ভোররাত পৌনে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।


আপনার মতামত লিখুন