চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ নির্মাণের বিষয়টি গুজব : ধর্ম উপদেষ্টা

ডেস্ক নিউজ
প্রকাশ: ২৪ আগস্ট, ২০২৫, ৩:৫৩
চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ নির্মাণের বিষয়টি গুজব : ধর্ম উপদেষ্টা

চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ নির্মাণের বিষয়টি গুজব : ধর্ম উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, সারা দেশে প্রায় ২ লাখ ৫৭ হাজার ৪০০ একর ওয়াক্ফ সম্পত্তি বর্তমানে বেদখলে রয়েছে। তিনি বলেন, এসব সম্পত্তি উদ্ধার করে শিক্ষা, স্বাস্থ্য, মসজিদ-মাদরাসা উন্নয়নসহ সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে কাজে লাগানোর জন্য সরকার পরিকল্পনা গ্রহণ করেছে।

রোববার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে এক মতবিনিময় সভার আগে সাংবাদিকদের তিনি বলেন, ওয়াক্ফ সম্পত্তি সংরক্ষণে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ডিজিটাল রেজিস্ট্রেশন, ভাড়া ও ইজারা ব্যবস্থায় স্বচ্ছতা আনা, অবৈধ দখলদারদের উচ্ছেদ ও মনিটরিং কার্যক্রম জোরদার করা।

চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ নির্মাণের খবরকে ভিত্তিহীন উল্লেখ করে খালিদ হোসেন বলেন, এটি সম্পূর্ণ গুজব। ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। চন্দ্রনাথ পাহাড় একটি ঐতিহাসিক ও ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ স্থান, তাই এখানে নতুন কোনো স্থাপনা নির্মাণের প্রশ্নই ওঠে না।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, সরকার ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে বদ্ধপরিকর। ভুয়া তথ্য ও গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি না করার জন্য তিনি সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

এ সময় তিনি হজযাত্রী পরিবহন প্রসঙ্গেও বলেন, জাহাজে পরিবহন ব্যবস্থা চালু করা গেলে ব্যয় প্রায় ৪০ শতাংশ কমে আসবে। তবে বড় কোনো জাহাজ কোম্পানি এগিয়ে না আসায় তা বাস্তবায়িত হয়নি।

সভায় সরকারি কর্মকর্তা ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।