জিম্মি ৪ জেলেকে উদ্ধার করল মোংলা কোস্ট গার্ড

ডেস্ক নিউজ
প্রকাশ: ৩ অক্টোবর, ২০২৫, ১২:৫৪
জিম্মি ৪ জেলেকে উদ্ধার করল মোংলা কোস্ট গার্ড
সুন্দরবনের জাহাঙ্গীর বাহিনীর কাছে জিম্মি থাকা ৪ জেলেকে উদ্ধার করেছে মোংলা কোস্ট গার্ড। আজ শুক্রবার (৩ অক্টোবর) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক কালের কণ্ঠকে এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত ডাকাত জাহাঙ্গীর বাহিনী শিবসা নদীসংলগ্ন আড়বাউনি খাল এলাকায় কয়েকজন জেলেকে জিম্মি করে রেখেছে। এমন তথ্যের ভিত্তিতে আজ শুক্রবার ভোর ৫টায় কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান থেকে ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।