টেকনাফে তরুণীর রহস্যজনক আত্মহত্যা
কক্সবাজারের টেকনাফে শাবনূর (১৯) নামে এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার সাবরাং ইউনিয়নের আছারবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর নিশ্চিত করেছেন।
নিহত শাবনূর ওই এলাকার মৃত নুর আলমের মেয়ে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে বাড়িতে একাই ছিলেন শাবনূর। সকালে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান স্থানীয়রা। কয়েকদিন আগে তিনি মায়ের চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন। সেখান থেকে মাকে রেখে একাই বাড়ি ফিরেছিলেন।
এ বিষয়ে টেকনাফ থানার ওসি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক অভিমানে তিনি ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়েছেন। পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।


আপনার মতামত লিখুন