টেকনাফে ১৫ ব্যবসা প্রতিষ্ঠানে ৭১ হাজার টাকা জরিমানা
ডেস্ক নিউজ
প্রকাশ: ২০ আগস্ট, ২০২৫, ৯:৪৩
কক্সবাজারের টেকনাফে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, মূল্য তালিকার চেয়ে বেশি দামে বিক্রি, ভেজাল খাবার এবং অপরিচ্ছন্ন পরিবেশে পণ্য বিক্রির অভিযোগে ১৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৭১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া আরও ২০টি ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত টেকনাফ পৌরসভার বাসস্টেশন ও উপরের বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী। তার সঙ্গে ছিলেন থানা পুলিশের একটি দল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান চৌধুরী বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৮, ৩৯ ও ৪০ ধারায় এসব জরিমানা করা হয়েছে। পাশাপাশি ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে এবং ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের অভিযান চলবে।


আপনার মতামত লিখুন