টেকনাফ সীমান্তে ফের গোলার শব্দ, অনুপ্রবেশ ঠেকাতে কঠোর বিজিবি

ডেস্ক নিউজ
প্রকাশ: ২৩ আগস্ট, ২০২৫, ১০:৪১
টেকনাফ সীমান্তে ফের গোলার শব্দ, অনুপ্রবেশ ঠেকাতে কঠোর বিজিবি

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং সীমান্তের নাফ নদীর ওপার মিয়ানমারে ফের গোলার শব্দ শোনা গেছে। শুক্রবার রাত ১১টা থেকে শুরু হওয়া গোলার শব্দ শনিবার ভোর পর্যন্ত উপজেলার হোয়াইক্যং সীমান্তে মিয়ানমারে ব্যাপক গোলাগুলির শব্দ পায় সীমান্তের লোকজন।

জানা গেছে, মিয়ানমার থেকে রোহিঙ্গাদের অনুপ্রবেশের চেষ্টা চলছে। গতকাল শুক্রবার ৬২ জনকে প্রতিহত করেছে বিজিবি। সীমান্তের ওপারে হাজারো রোহিঙ্গা অপেক্ষায় থাকলেও অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি কড়া নজরদারিতে রয়েছে।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানান, সীমান্তে টহল জোরদার করা হয়েছে এবং কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে সীমান্তের ওপারের গোলার শব্দ তার ইউনিটের বাইরে থেকে এসেছে।

স্থানীয়দের ভাষ্য মতে, সীমান্তের ওপারে কুমিরখালী, শীলখালী ও সাইডং এলাকায় গোলাগুলি চলছিল। এতে সীমান্তের বসবাসকারীরা ভয়ভীতির মধ্য ছিলেন।

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা চৌধুরী লালু জানান, রাতভর সীমান্তের ওপারে কুমিরখালী, শীলখালী ও সাইডং এলাকায় গোলাবারুদের শব্দ শোনা গেছে। এতে ভয়ে চিংড়ি প্রজেক্টের শ্রমিকরা পালিয়ে এসেছে। তিনি আশঙ্কা প্রকাশ করেন, এ পরিস্থিতিতে রোহিঙ্গা অনুপ্রবেশ বাড়তে পারে।

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের নেতা মো. হোসাইন বলেন, রাখাইনে নির্যাতন বন্ধ না হওয়ায় রোহিঙ্গারা এখনও পালিয়ে আসছে এবং সীমান্তে জড়ো হচ্ছে।

টেকনাফ ইউএনও শেখ এহসান উদ্দিন জানান, সীমান্তে বিজিবি ও কোস্ট গার্ড স্থল-জলপথে কড়া নজরদারিতে আছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।