নাফনদী থেকে নৌকাসহ ৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
ডেস্ক নিউজ
প্রকাশ: ২৮ অক্টোবর, ২০২৫, ৭:২১
কক্সবাজারের টেকনাফের নাফনদীর মোহনায় নাইক্ষ্যংদিয়া এলাকায় দিয়ে মাছ ধরতে যাওয়া ১টি নৌকাসহ ৪ জেলে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠি আরাকান আর্মির সদস্যরা। সোমবার (২৭ অক্টোবর) সকালে টেকনাফের শাহপরীর দ্বীপের নাফ নদের মোহনায় এ ঘটনা ঘটে।
আটকরা হলেন- নুর কালাম, শফি আলম, আবুল কালাম ও নৌকার মালিক আব্দুর রহমান। তারা টেকনাফের শাহপরীর দ্বীপের বাসিন্দা।
সাবরাং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালাম বলেন, সকাল সাড়ে ৯টার সময় নাফনদীর মোহনায় নাইক্ষ্যংদিয়া এলাকায় দিয়ে সাগরে মাছ ধরতে যাওয়া সময় ১টি নৌকাসহ ৪ জেলে ধরে নিয়ে গেছে মিয়ানমারর সশস্ত্র গোষ্ঠি আরাকান আর্মির সদস্যরা। আটক জেলের স্বজনরা বিষয়টি বাংলাদেশ কোস্টগার্ড ও বিজিবিকে অবহিত করেছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহেসান উদ্দিন বলেন, ৪ জন জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। এখন পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন