নারী শ্রমিককে বাঁচাতে গিয়ে প্রাণ গেল পুলিশের
ডেস্ক নিউজ
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৩১
ঢাকার ধামরাইয়ে এক নারী শ্রমিককে বাঁচাতে গিয়ে শাহিনুর ইসলাম (২৩) নামে
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে ঢাকা-আরিচা মহাসড়কে ধামরাইয়ের বালিথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহিনুর বালিথা এলাকার প্রবাসী আলাল উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পোশাক কারখানার এক নারী শ্রমিক রাস্তা পার হচ্ছিলেন। এ সময় মানিকগঞ্জের দিক থেকে আসা একটি মোটরসাইকেল ওই নারীকে প্রায় চাপা দিতে যাচ্ছিল- এমন অবস্থায় তাকে বাঁচাতে হঠাৎ ব্রেক চাপলে মোটরসাইকেলে থাকা পুলিশ সদস্য শাহিনুর মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গোলড়া হাইওয়ে থানার ওসি সোহেল সারোয়ার বলেন, মানিকগঞ্জ জেলা পুলিশের কনস্টেবল জরুরি ডিউটিতে থাকা অবস্থায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন