মারা গেছে রাঙামাটির সেই গোলাপি হাতি
ডেস্ক নিউজ
প্রকাশ: ২১ অক্টোবর, ২০২৫, ১১:৫৪
শাবকটির মাসহ বুনো হাতির একটি পাল সেখানে দাঁড়িয়ে আছে। তাদের সড়িয়ে দিয়ে আমরা হাতিটিকে উদ্ধার করার চেষ্টা করছি। আমরা মূলত অপেক্ষাই আছি।
সেখান থেকে আর উঠতে পারেনি।
ওই সময় বন্যপ্রাণী বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, এটি খুবই স্বাভাবিক একটি ঘটনা। কখনো কখনো এমন অদ্ভুত রং হয় বিভিন্ন প্রাণীর। এটি মূলত একটি হরমোনজনিত ইস্যু এবং হাতির জিনগত কোনো অস্বাভাবিকতার কারণে অনেক সময় হাতির গায়ের রঙের ভিন্নতা আসে এবং এই শাবকটির ক্ষেত্রেও তাই হয়েছে।


আপনার মতামত লিখুন