মিয়ানমারে পাচারকালে ১৫’শ বস্তা সিমেন্টসহ আটক ১১: দুটি বোট জব্দ

ডেস্ক নিউজ
প্রকাশ: ২ নভেম্বর, ২০২৫, ৬:৪২
মিয়ানমারে পাচারকালে ১৫’শ বস্তা সিমেন্টসহ আটক ১১: দুটি বোট জব্দ

মিয়ানমারে পাচারকালে ১৫’শ বস্তা সিমেন্টসহ ১১ জনকে আটক করেছে কোস্ট গার্ড। এসময় পাচারকাজে ব্যবহৃত দুটি বোট (নৌযান) জব্দ করা হয়।

শনিবার রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ৭ টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক চট্টগ্রামের বহিঃনোঙর সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে অপেক্ষমান ৭ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ১৫০০ বস্তা সিমেন্ট ও পাচার কাজে ব্যবহৃত ২ টি বোটসহ ১১ জন পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত মালামাল ও পাচারকাজে ব্যবহৃত বোট সদরঘাট নৌ থানায় এবং আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কর্ণফুলী মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান