সন্তানহারা সেই মা কুকুর পেল নতুন ২ ছানা
ডেস্ক নিউজ
প্রকাশ: ৪ ডিসেম্বর, ২০২৫, ৭:০৬
শাহরিয়ার অমিত জানান, ছানা হারিয়ে মা কুকুরটি খুবই কষ্ট পাচ্ছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ‘মা কুকুরটি এখন নতুন দুই ছানাকে দুধ পান করাচ্ছে এবং কাছে রাখছে।
পরদিন সোমবার সকালে পুকুর থেকে ছানাগুলোর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন ২ ডিসেম্বর রাতে নিশি রহমানের বিরুদ্ধে মামলা করেন। মামলার পর রাত দেড়টার দিকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে পাবনা আমলি-২ আদালতে হাজির করা হলে বিচারক তরিকুল ইসলাম তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আগামী ৬ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন