‘সমন্বয়ক’ পরিচয়ে ৩ সাংবাদিককে মারধর
ডেস্ক নিউজ
প্রকাশ: ৩ অক্টোবর, ২০২৫, ১২:৩৩
উগ্র-মারমুখী অবস্থায় আকাশ নিজ বাহিনী নিয়ে একের পর হুমকি-ধামকি ও মারধর করছে চেয়ারে বসা সাংবাদিক জোবায়ের আহমেদসহ অন্যদের। সেই সঙ্গে সাংবাদিক জুবায়েরের গলা টিপেও ধরতে দেখা গেছে তাকে। এ ছাড়া পেছন থেকেও জোবায়ের আহমেদকে মারধর করতে দেখা গেছে।
এ সময় আকাশের পরিচয় জানতে চাইলে ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিক জোবায়ের আহমেদকে এলোপাতাড়ি মারধর করেন আকাশ। একইসঙ্গে তার সঙ্গে থাকা লোকজন সাংবাদিকদের ওপর হামলা করে। এ সময় আকাশ বাহিনীর সদস্যরা ভুক্তভোগী সাংবাদিকদের চেয়ারে বসিয়ে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে ভিডিও করে নানা ভয়ভীতি প্রদর্শন করে।


আপনার মতামত লিখুন