‘সমন্বয়ক’ পরিচয়ে ৩ সাংবাদিককে মারধর

ডেস্ক নিউজ
প্রকাশ: ৩ অক্টোবর, ২০২৫, ১২:৩৩
‘সমন্বয়ক’ পরিচয়ে ৩ সাংবাদিককে মারধর
রাজধানীর উত্তরায় সমন্বয়ক পরিচয়ে তিনজন সাংবাদিকের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরের একটি ফাস্টফুড দোকানে সাংবাদিকদের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটে।হামলাকারী মূল হোতা আসাদুর রহমান আকাশ নিজেকে ‘সমন্বয়ক’ পরিচয় দিয়ে থাকেন। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সাংবাদিকরা।

হামলার শিকার সাংবাদিকরা হলেন দৈনিক ইত্তেফাক পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর কবির, সকালের সময় পত্রিকার সিটি রিপোর্টার মো. জোবায়ের আহমেদ ও বিজয় টিভি রিপোর্টার এ কে আজাদ।জানা যায়, গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উত্তরায় একটি রেস্টুরেন্টে দুই ব্যবসায়ীর দ্বন্দ্ব সংক্রান্ত সংবাদের তথ্য সংগ্রহ করতে গেলে আসাদুর রহমান আকাশের নেতৃত্বে কিশোর গ্যাং গ্রুপটি সাংবাদিকদের ওপর হামলা চালায়। এ ঘটনার পুরো সিসিটিভি ফুটেজ এসেছে প্রতিবেদকের হাতে। ফুটেজে আকাশসহ তার সহযোগীরা মিলে চেয়ারে বসা সাংবাদিক জোবায়ের আহমেদসহ অন্যদের শারীরিকভাবে আঘাত করতে দেখা গেছে।

ভুক্তভোগী সাংবাদিকরা বলেন, আকাশ সন্ত্রাসী কায়দায় রেস্টুরেন্টে ঢুকেই তুইতোকারি করে সবার নাম জানতে চায়।
ভুক্তভোগীদের অভিযোগ ও ভিডিওতে প্রকাশ পাওয়া মারধরের ঘটনায় আসাদুর রহমান আকাশের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, পুরো ভিডিও পুনরায় দেখে তাকে প্রশ্ন করার কথা জানান তিনি। এরপর তিনি আর যোগাযোগ করেননি।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মুখ্য সংগঠক ওমর ফারুখ বলেন, ‘অভ্যুত্থান-পরবর্তী সময়ে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। সংবাদমাধ্যমের ওপর কোনো হামলা গণতন্ত্রের বিরুদ্ধেই হামলার বহিঃপ্রকাশ। তাই এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি।’

তিন সাংবাদিকের ওপর হামলার অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডিএমপি উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম বলেন, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় নিয়ে আসা হবে। দ্রুত অভিযোগ খতিয়ে ব্যবস্থা নিতে পশ্চিম থানার অফিসার ইনচার্জকে বলা হয়েছে। বক্তব্যে মব কালচারও প্রতিহত করার কথা জানান তিনি।