চকরিয়ায় চিরিংগা ইউনিয়নের শেকাব উদ্দিন নামে একজন গুলিবিদ্ধ
কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের সওদাগর ঘোনা রাবার ড্যামের পাশে রামপুর আবাসিক প্রকল্প এলাকায় ডাকাতদের গুলাগুলিতে শেকাব উদ্দিন(৪০) নামে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছে।
রবিবার (১৭ আগষ্ট) রাত ১২ টা ১৫ মিনিটের সময় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মাছের ঘেরে গুলাগুলি শব্দ শুনা যায়। ফলে আমরা মাছের ঘেরে দেখি শেকাব উদ্দিন নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে পড়ে রয়েছে। আমরা তাড়াতাড়ি তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করে।
নিহতের ভাই বলেন, আমার ভাইকে মাছের প্রজেক্টের বিরোধ নিয়ে মারা হয়েছে। যারা গুলি করে আমার ভাইকে মারছে আমি তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি করি। তারা আজকে আমার ভাইকে হত্যা করে আমার ভাইয়ের দুইটি সন্তানকে এতিম করেছে।
নিহত শেকাব উদ্দিন চকরিয়া উপজেলার শাহারবিল ইউনিয়নের রামপুর বক্সিপাড়া এলাকার মনজুর আলম প্রকাশ মনজুর বলির ছেলে। তিনি দুই সন্তানের জনক।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার সাথে সাথে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকারীদের গ্রেফতারের জন্যে পুলিশ কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন