টকশোতে বসে এনসিপি নেতা জানলেন তিনি বহিষ্কার

ডেস্ক নিউজ
প্রকাশ: ১৯ আগস্ট, ২০২৫, ৯:১৬
টকশোতে বসে এনসিপি নেতা জানলেন তিনি বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে যুগ্ম সদস্য সচিব পদ থেকে মাহিন সরকারকে বহিষ্কার করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়টি তিনি টকশোতে বসে জানতে পেরেছেন।

সোমবার (১৮ আগস্ট) রাতে অনুষ্ঠিত ওই টকশোতে মাহিন সরকার বলেন, ‘আমাকে বহিষ্কার করা হয়েছে, তথ্যটি এখানেই জানতে পারলাম।’

মাহিন সরকার বলেন,‘একটি মেইনস্ট্রিম পলিটিক্যাল পার্টি, এইটা তো ছাত্র-রাজনীতি হয়ে যায় তাদের জবাবে, কিন্তু কোন গ্রাউন্ডে, কোন নীতির আলোকে আমি সেখানে (ডাকসু নির্বাচন) যেতে পারব না, সেটি কিন্তু আমি আসলে জানতে পারিনি। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে তারা যদি আরেকটু ব্যাখ্যা করত, তাহলে ভালো হতো।’

তিনি বলেন, ‘তারা আমার কাছে জবাব চাইছিল, আমি সরাসরি তাদের কাছে জবাব দিয়েছি কিন্তু বহিষ্কারের কারণ কী, আমি এখন পর্যন্ত না। আপনার (টকশোর উপস্থাপক) কাছ থেকে আসলে জানলাম আমাকে বহিষ্কার করা হয়েছে।’

আপনাকে কি কারণ দর্শানো হয়েছিল, শৃঙ্খলা ভঙের অভিযোগ তারা করছে- এমন প্রশ্নের জবাবে মাহিন বলেন, ‘আমাকে কারণ দর্শানোর কোনো নোটিশ দেওয়া হয়নি। আমি ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে আলোচনা করেছি যে এই বিষয়ে তাদের আসলে সিদ্ধান্ত কী? একটা ঘটনা শুধু ঘটলেই হয় না, সেইটার পেছনে কিন্তু দলের ইমেজ অনেকটা ক্ষুণ্ন হয়।সেই জায়গা থেকে, আমি আমার দলের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে তাদের জানিয়েছিলাম।’

তিনি বলেন, ‘শেষ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি এবং তারা আমাকে বলেছিলেন যে পদত্যাগপত্র যেন আমি তাদের কাছে জমা দিই। আমি বলেছি, পদত্যাগপত্র যে দেব সেটির আসলে মূল কারণটা কী? কারণটা আমাকে আর কি পুরোপুর বলে নাই।’

এর আগে সোমবার রাতে এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের সই করা এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।

এতে বলা হয়, গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে মাহিন সরকারকে (যুগ্ম সদস্য সচিব, কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি) স্ব-পদ ও দায়িত্ব থেকে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশক্রমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহিষ্কার করা হলো।

এই বহিষ্কার আদেশ ১৮ আগস্ট হতে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে বলেও জানানো হয়েছে।

স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদের আহ্বায়ক জামালুদ্দীন মুহাম্মদ খালিদের নেতৃত্বে ‘DUFirst’ প্যানেল থেকে জিএস পদে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র নিয়েছেন মাহিন সরকার। তবে এটি ভালোভাবে নেয়নি এনসিপির শীর্ষ নেতৃত্ব। অংশগ্রহণ না করতে তাকে নির্দেশনাও দেওয়া হয়।

এনসিপির একটি সূত্র বলছে, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) এনসিপির ঘোষিত ছাত্র সংগঠন না হলেও তারা এনসিপির সঙ্গেই রাজনীতি করছে, কর্মসূচিগুলোতে অংশ নেন। এমনকি ডাকসু নির্বাচনে বাগছাস প্রার্থী চূড়ান্ত করতেও তাদের গুরুত্বপূর্ণ মতামত নেওয়া হয়েছে। সেক্ষেত্রে অন্য প্যানেল থেকে এনসিপির একজন গুরুত্বপূর্ণ নেতা প্রার্থী হলে বাগছাসের জন্য ক্ষতির কারণ হবে।

এনসিপির এক কেন্দ্রীয় সদস্য গণমাধ্যমকে বলেন, ‘দল তাকে নিষেধ করা সত্ত্বেও মাহিন সরকার ডাকসু নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। তিনি দলের সিদ্ধান্তকে পুরোপুরি অমান্য করেছেন। সেজন্যই মূলত তাকে বহিষ্কার করা হয়েছে।’