২ জন জীবিত উদ্ধার: সমুদ্রের লাবণী পয়েন্ট নিখোঁজ আহনাফের খোঁজ মেলেনি
                                                                                        ডেস্ক নিউজ                                        
                                        প্রকাশ: ৭ সেপ্টেম্বর, ২০২৫, ২:২৩ 
                                     
                                                                    কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে নিখোঁজ তিন পর্যটকের দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
রবিবার(৭সেপ্টেম্বর) দুপুর ২ টা ৪০ মিনিটের দিকে তারা নিখোঁজ হয়।
সি সেইফ এর কর্মকর্তা ইমতিয়াজ জানায়, দুপুরে তিন পর্যটক নিখোঁজ হয় পরে রেসকিউ বোটের সহযোগিতায় দুজনকে তারা উদ্ধার করে।কিন্তু একজনকে এখনো তারা উদ্ধার করতে পারেনি।
কক্সবাজার জেলা প্রসাশনের পর্যটন সেলের দায়িত্বে থাকা সহকারী কমিশনার মো: আজিম খান টিটিএনকে জানায়, বগুড়া থেকে এবারের এসএসসি পরীক্ষা শেষ করে স্বপরিবারে তারা ঘুরতে এসে আহনাফ নিখোঁজ হয়। তাকে উদ্ধারে জেলা প্রসাশন যৌথ ভাবে কাজ করছে।
বিচ কর্মী মাহবুব জানায় আহনাফকে খুঁজতে জেলা প্রসাশনের সহযোগিতায় তারা নাজিরার টেক সহ বিভিন্ন পয়েন্টে তল্লাশী চালাচ্ছে।


 
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
আপনার মতামত লিখুন