বাঁকখালীতে উচ্ছেদ ও মালামাল নিলামসহ সকল ধরণের কার্যক্রম স্থগিত করলো হাইকোর্ট
ডেস্ক নিউজ
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ১:৩৪
বাঁকখালীতে উচ্ছেদ ও মালামাল নিলামসহ সকল ধরণের কার্যক্রম স্থগিত করলো হাইকোর্ট
আদালতের রায়ের নির্দেশে সীমানা নির্ধারণপূর্বক কক্সবাজারের বাঁকখালী নদী পুনরুদ্ধারের উদ্ধারের নামে বিআইডব্লিউটিএ কর্তৃক চালানো ব্যক্তি মালিকানাধিন জমির ঘর-বাড়ি উচ্ছেদ ও উচ্ছেদকৃত মালামাল নিলামসহ সকল ধরণের কার্যক্রম স্থগিত করেছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ।
আজ (১৫ সেপ্টেম্বর) সকালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ (বিশেষ মূল এখতিয়ার) এর একত্রে ডিভিশন বেঞ্চ এর বিচারপতি মো. মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ এই নির্দেশনা প্রদান করেন।
রিটটি করেন উচ্ছেদ কার্যক্রমের ভূক্তভোগি এডভোকেট আবদুল খালেক, যার রিট পিটিশন নং: ১৫২৬৬/২০২৫।
উল্লেখ্য, গত ০১ সেপ্টেম্বর থেকে ০৫ সেপ্টেম্বর পর্যন্ত বিআইডব্লিউটিএ কর্তৃক কক্সবাজার শহরের বাঁকখালী নদী পুনরুদ্ধার করার জন্য কস্তুরাঘাট ও এর আশপাশ এলাকায় ব্যক্তি মালিকানাধিন জমির ঘর-বাড়ি উচ্ছেদ ও উচ্ছেদকৃত মালামাল নিলাম কার্যক্রম পরিচালনা করেন। কিন্তু পেশকারপাড়া ও নুনিয়ার ছড়ায় এলাকাবাসির বাধার মুখে পিছু হটে উচ্ছেদ কার্যক্রম স্থগিত ঘোষণা করে কক্সবাজার ত্যাগ করেন বিআইডব্লিউটিএ’র বন্দর পরিচালক একেএম আরিফ উদ্দিন।


আপনার মতামত লিখুন