হযরত আবু বকর ছিদ্দিক রাঃ নূরানী মাদ্রাসা ও হেফজখানা ৪র্থ বার্ষিক সভা ও পুরস্কার বিতরণ সম্পন্ন
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের গাবতলী এলাকার হযরত আবু বকর ছিদ্দিক রাঃ নূরানী মাদ্রাসা ও হেফজখানা ৪র্থ তম বার্ষিক সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ এপ্রিল) সকাল ১১ টা থেকে উক্ত সভার কার্যক্রম শুরু হয়।

এতে ১ম সাময়িক, ২য় সাময়িক ও বার্ষিক পরীক্ষায় সম্মিলিত ১ম, ২য় ও ৩য় স্থান এবং A+ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অত্র এলাকার কৃতি সন্তান গাবতলী জামে মসজিদের সাবেক খতিব আল্লামা এহসান উল্লাহ’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপদেষ্টা মন্ডলীর সদস্য জাকারিয়া সিকদার, জাফর আহমেদ বাবুল, স্থানীয় ইউপি সদস্য রমজান আলী, মাদ্রাসার পরিচালনা পরিষদ সভাপতি আরিফ চৌধুরী, সাধারণ সম্পাদক আবদুল মান্নান, অর্থ সম্পাদক নুরুল আনছার, প্রধান শিক্ষক ক্বারী মাঈনুদ্দী, শিক্ষক হাফেজ শাহজাহান ও শাহাদাত হোছেন সোহান।
উক্ত সভায় মোট ৪ লক্ষ ৭৮ হাজার টাকা সংগ্রহ হয়েছে বলে জানিয়েছেন মাদ্রাসা পরিচালনা পরিষদ।


আপনার মতামত লিখুন