নিখোঁজের সাতদিন পর টেকনাফে মিলল রোহিঙ্গা তরুণীর মরদেহ

ডেস্ক নিউজ
প্রকাশ: ২২ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২০
নিখোঁজের সাতদিন পর টেকনাফে মিলল রোহিঙ্গা তরুণীর মরদেহ

কক্সবাজারের টেকনাফে নিখোঁজের এক সপ্তাহ পর এক রোহিঙ্গা তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে হ্নীলা ইউনিয়নের লেদা এলাকার লামারপাড়া খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর জানিয়েছেন।

নিহত সাজেদা আক্তার (২০), উখিয়ার কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আজিম উল্লাহর মেয়ে।

ওসি নাজমুন নূর বলেন, “লামারপাড়া খালে ভেসে থাকা এক তরুণীর লাশ স্থানীয়রা দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।”

তিনি আরও জানান, ‘নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ বা কারা এ ঘটনায় জড়িত তা জানা যায়নি।’

স্বজনদের বরাতে পুলিশ জানায়, প্রায় এক সপ্তাহ আগে সাজেদা আক্তার ক্যাম্পের ঘর থেকে বের হয়ে আর ফেরেননি। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে