চৌফলদন্ডীর আমজাদ হত্যার আসামী ছৈয়দ নুর গ্রেফতার …
কক্সবাজার সদরের চৌফলদণ্ডী ইউনিয়নের জামায়াত নেতা আমজাদ হোসেন হত্যা মামলার আসামি সৈয়দ নুরকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ইউনিয়নের নতুন মহাল এলাকার এক বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত ছৈয়দ নুরের ছেলে ছাত্রলীগ নেতা রায়েফ আনান রাফি এই হত্যা মামলার প্রধান আসামি।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ইতোপূর্বে এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে স্থানীয় ইউপি সদস্য এহছানুল হককে (৫০) আটক করে পুলিশ।
২৯ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কক্সবাজার সদরের চৌফলদণ্ডী ইউনিয়নের ৮নং ওয়ার্ড নতুন মহাল বাজার এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী রায়েফ আনান রাফি,আবছার কামাল মো. মোফাচ্ছলের নেতৃত্বে সন্ত্রাসী হামলায় খুন হয় একই এলাকার নুরুল কবিরের ছেলে প্রবাস ফেরত স্থানীয় জামায়াতে ইসলামীর যুব বিভাগের নতুন মহাল বাজার ইউনিট সেক্রেটারি হাফেজ আমজাদ হোসেন।
পরে নিহতের ভাই এরফানুল হক বাদী হয়ে এই খুনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন


আপনার মতামত লিখুন