সমুদ্রবন্দর থেকে নামল সতর্কসংকেত তবে গভীর সাগরে যেতে মানা

ডেস্ক নিউজ
প্রকাশ: ২৯ অক্টোবর, ২০২৫, ৫:৪০
সমুদ্রবন্দর থেকে নামল সতর্কসংকেত তবে গভীর সাগরে যেতে মানা
ঘূর্ণিঝড় ‘মন্থা’ বর্তমানে ভারতের অন্ধ্রপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করভে। এটি আরো উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে বৃষ্টি ঝরিয়ে দুর্ব হতে পারে— এ অবস্থা দেশের চার সমুদ্রবন্দর থেকে সতর্কসংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। তবে মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সমুদ্রে যেতে না করা হয়েছে।

বুধবার সকালে আবহাওয়ার ১২ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে

এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। তবে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে আজ বিকেল পর্যন্ত সাবধানে চলাচল করতে এবং গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।