সাতকানিয়ায় অবৈধ এলপি গ্যাস ক্রস ফিলিং, অভিযানে ২ দোকান সিলগালা

ডেস্ক নিউজ
প্রকাশ: ৪ নভেম্বর, ২০২৫, ৫:১৬
সাতকানিয়ায় অবৈধ এলপি গ্যাস ক্রস ফিলিং, অভিযানে ২ দোকান সিলগালা
চট্টগ্রামের সাতকানিয়ায় বসুন্ধরার নাম ব্যবহার করে নকল সিল ও ক্যাপ লাগানো অবৈধ এলপি গ্যাসের দুটি গোডাউনের মালামাল জব্দ ও সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া অবৈধভাবে ব্যবসা করায় দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার (৩ নভেম্বর) দুপুরে সাতকানিয়া সদর ইউনিয়নের গারাঙ্গিয়া শাহ মজিদিয়া মার্কেট সংলগ্ন কাঁচা বাজার এলাকায় এ গোডাউন দুটি সিলগালা করা হয়।ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।

জানা যায়, গারাঙ্গিয়া কালাম বকসুর ছেলে আলমগীর হোসেন শাহ মজিদিয়া মার্কেট সংলগ্ন কাঁচা বাজার এলাকায় দীর্ঘদিন ধরে বসুন্ধরার নাম ব্যবহার করে সিলিন্ডারে নকল সিল ও ক্যাপ লাগিয়ে এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে ক্রস ফিলিং করে অবৈধভাবে ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে গতকাল সেখানে অভিযান চালানো হয়।অভিযানের বিষয়টি বুঝতে পেরে অবৈধ ব্যবসার সাথে জড়িত আলমগীর হোসেন কৌশলে পালিয়ে যান।

অভিযানকালে বসুন্ধরার নাম ব্যবহার করে সিলিন্ডারে নকল সিল ও ক্যাপ ব্যবহারের বিষয়টি প্রমানিত হওয়ায় গোডাউন দুটি সিলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালত। দুটি গোডাউনে মোট এক হাজার ২ শত ১০টি সিলিন্ডার রয়েছে। এসব সিলিন্ডারসহ গোডাউনের মালামাল জব্দ ও সিলগালা করে দেওয়া হয়েছে। এছাড়া অবৈধভাবে ব্যবসা করায় দুই লক্ষ টাকা জরিমানা করা হয়।
 ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান বলেন, আলমগীর হোসেন বসুন্ধরার নাম ব্যবহার করে সিলিন্ডারে নকল সিল ও ক্যাপ লাগিয়ে অবৈধভাবে এলপি গ্যাসের ব্যবসা করে আসছিল। গতকাল অভিযানকালে বিষয়টি প্রমানিত হওয়ায় নকল সিল ও ক্যাপ ব্যবহার করা সিলিন্ডারের দুটি গোডাউনের মালামাল জব্দ ও সিলগালা কর হয়েছে। এ ছাড়া তাকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, মো. আলমগীর হোসেন নামের এক ব্যক্তি আনোয়ার এলপিজি গ্যাস পাম্পে গভীর রাতে বিভিন্ন ব্রান্ডের সিলিন্ডার রিফিল করেন এবং সেখান থেকে  রাতে গ্যাস ভরে এনে নিজ দোকানে অবৈধভাবে ক্রস ফিলিং করতেন এবং বসুন্ধরা এলপি গ্যাসের নকল সিল ক্যাপ লাগিয়ে বিক্রি করতেন।ঘটনার বিষয়ে স্থানীয় বিক্রয় কর্মকর্তার মাধ্যমে তথ্য পাওয়ার পর বসুন্ধরা এলপি গ্যাসের ডিভিশনাল ইনচার্জ মো. আশেক-ই-রাব্বী রোকনী, এরিয়া ম্যানেজার মো. লুথফর রহমান  ও  পরিবেশকের প্রতিনিধিরা ঘটনাস্থলে যান।

বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেড কর্তৃপক্ষ ভোক্তা ও খুচরা বিক্রেতাদের প্রতি আহ্বান জানিয়েছে, অবৈধ ক্রস ফিলিং, নকল ক্যাপ বা সন্দেহজনক গ্যাস সিলিন্ডার সম্পর্কে যেন তাৎক্ষণিকভাবে কম্পানির স্থানীয় প্রতিনিধি বা নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়। বসুন্ধরা এলপি গ্যাস দেশের সবচেয়ে জনপ্রিয় ও বিশ্বস্ত এলপি গ্যাস ব্র্যান্ড, যা সর্বোচ্চ নিরাপত্তা ও মান নিয়ন্ত্রণের মাধ্যমে ভোক্তাদের সেবা দিয়ে আসছে