ইউনিয়ন ও ডিজিটাল হাসপাতালে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা

ডেস্ক নিউজ
প্রকাশ: ২৪ জুন, ২০২৫, ৪:১০
ইউনিয়ন ও ডিজিটাল হাসপাতালে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা

কক্সবাজার শহরের ইউনিয়ন হাসপাতালসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিক্যাল ল্যাবে ব্যবহৃত কেমিক্যাল সমূহের মেয়াদ ও ল্যাবের সামগ্রিক পরিবেশ মনিটরিং-এ মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ।

মঙ্গলবার ( ২৪ জুন ২৫) জেলা সদর হাসপাতাল সংলগ্ন বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকগুলোতে এ অভিযান পরিচালনা করা হয়।
‎অভিযানকালে হাসপাতাল ও ক্লিনিক্যাল ল্যাবগুলোর সামগ্রিক পরিবেশ ও ল্যাবে ব্যবহৃত কেমিক্যাল সমূহে বিভিন্ন অসঙ্গতি থাকায় মেডিক্যাল প্রাক্টিস, বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি আইন ১৯৮২ এর ১৩ ধারা, ভোক্তা অধিকারের ৫৩ ধারায় ইউনিয়ন হাসপাতালকে ১৫,০০০ টাকা, ইউনিয়ন ফার্মেসিকে ৫,০০০ টাকা এবং ডিজিটাল ক্লিনিককে ২০,০০০ টাকাসহ মোট ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ ছাড়া ক্লিনিক্যাল ল্যাবের বিলিং সেকশনের মূল্য তালিকা, কর্মরত স্টাফদের প্রাতিষ্ঠানিক যোগ্যতাও পর্যবেক্ষণ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মাসুদ রানা। তিনি জানান, ক্লিনিক ও ল্যাবরেটরি পরিস্কার পরিচ্ছন্নতা আছে কিনা। ক্যামিক্যাল গুলো মেয়াদ উত্তীর্ণ কিনা দেখা হয়েছে। বেনামী ক্যামিকেল ও অপরিস্কার থাকায় সর্তক ও জরিমানা করা হয়েছে।

এ বিষয়ে ইউনিয়ন হাসপাতাল কতৃপক্ষের পক্ষে এনামুল হক বলেন, অভিযানে ইউনিয়ন হাসপাতালকে সর্তক করা হয়েছে। স্বাস্থ্য সেবা আরও উন্নত করতে এ অভিযান ভূমিকা রাখবে।

এ সময় প্রসিকিউটর কর্মকর্তা জেলা সদর হাসপাতালের ডা. আবিবুর রহমান,ড্রাগ ইন্সপেক্টর কাজী মো: ফরহাদ, স্যানিটারি ইন্সপেক্টর জহরলাল পাল ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।