এনসিপির কমিটি থেকে ৬ নেতার পদত্যাগ

ডেস্ক নিউজ
প্রকাশ: ২১ জুলাই, ২০২৫, ২:১২
এনসিপির কমিটি থেকে ৬ নেতার পদত্যাগ

কমিটি গঠনকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিলেটের গোয়াইনঘাট উপজেলা শাখায় অসন্তোষ বেড়েই চলেছে। ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠনের পর থেকে এখন পর্যন্ত মোট ৬ জন পদত্যাগ করেছেন।

রোববার (২০ জুলাই) ব্যক্তিগত কারণ দেখিয়ে উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মাওলানা আবদুল হাফিজের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন যুগ্ম সমন্বয়কারী এনামুল হক মারুফ, সদস্য তরিকুল ইসলাম, কিবরিয়া আহমদ ও কামরুল হাসান।

এর আগে, গত ১২ জুলাই এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গোয়াইনঘাট উপজেলায় ২১ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটির অনুমোদন দেওয়া হয়। ১৩ জুলাই সদস্য ফাহিম আহমদ এবং পরদিন ১৪ জুলাই যুগ্ম সমন্বয়কারী নাদিম মাহমুদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন।

উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মাওলানা আবদুল হাফিজ একাধিক নেতার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমকে জানান, কমিটিতে কাঙ্ক্ষিত পদ না পাওয়ায় প্রথমে ফাহিম আহমদ ও নাদিম মাহমুদ পদত্যাগ করেন। রোববার আরও চার নেতা ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন।