গাইবান্ধার রাস্তার পাশে পড়েছিল জামায়াত নেতার গলাকাটা মরদেহ
ডেস্ক নিউজ
প্রকাশ: ১৭ আগস্ট, ২০২৫, ৭:৪৩
নিহত নজরুল ইসলাম ওই গ্রামের মৃত তোফাজ্জল মিয়ার ছেলে। বাংলাদেশ জামায়াতে ইসলামের অঙ্গসংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের স্থানীয় ওয়ার্ড সভাপতি ছিলেন তিনি।
স্থানীয়রা জানান, আজ রবিবার সকালে ওই স্থানে নজরুল ইসলামের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, শনিবার রাতের কোনো এক সময় তাকে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করেছে।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন