ঘুমধুমে রাবার বাগানে এক রোহিঙ্গার ঝুলন্ত লাশ উদ্ধার
ডেস্ক নিউজ
প্রকাশ: ৩১ অক্টোবর, ২০২৫, ১:০৬
শুক্রবার (৩১ অক্টোবর) বিকালে সীমান্তবর্তী ঘুমধুম ইউনিয়নের টিভি টাওয়ার সংলগ্ন এলাকায় রাবার বাগানের একটি গাছে দড়িতে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, স্থানীয় এক বাসিন্দা বাগানে একটি গাছে দড়িতে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ দেখতে পেয়ে খবর দিলে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাফর ইকবাল সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেন।
নিহত রোহিঙ্গা ব্যক্তির নাম আব্দুল শুক্কুর (৩৯)।
লাশটি প্রথম দেখতে পান স্থানীয় অনিসুর মোস্তফা। তিনি বলেন, দুপুরে রাবার বাগানের দিকে গেলে দেখি একজন গাছে ঝুলে আছে।
তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন