ডাক্তারের অপেক্ষায় চেম্বারেই নবজাতকের মৃত্যু
ডেস্ক নিউজ
প্রকাশ: ২১ আগস্ট, ২০২৫, ৩:৩৫
ডাক্তারের অপেক্ষায় চেম্বারেই নবজাতকের মৃত্যু
চট্টগ্রামের লোহাগাড়ায় চিকিৎসকের চেম্বারের সামনে দীর্ঘক্ষন অপেক্ষার পর মায়ের কোলেই তিনমাস বয়সী এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে।
২০ আগষ্ট ( বুধবার) দুপুর ১২টার দিকে উপজেলার লোহাগাড়া মা–মনি হাসপাতাল লিমিটেড নামক এক প্রাইভেট হাসপাতালে এ ঘটনা ঘটে।
নিহত শিশুর পরিবারের অভিযোগ, চিকিৎসকের সহকারীর দায়িত্বের অবহেলায় শিশুটির মৃত্যু হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, জরুরি বিভাগে যাওয়ার পরামর্শ দেওয়া হলেও তাঁরা শোনেননি।
নিহত নবজাতকটি উপজেলার উত্তর কলাউজান এলাকার বাসিন্দা মো. সাকিবের ছেলে।
এ ব্যাপারে জানতে ডা.হেলাল উদ্দীনের মোবাইলে একাধিকবার কল দেয়ার পরে ও কল রিসিভ করেন নি। এমন কি ক্ষুদে বার্তা পাঠিয়ে ও কোন উত্তর পাওয়া যায়নি।
জানতে চাইলে লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান বলেন, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্হা নেয়া হবে বলে ও জানান তিনি।.


আপনার মতামত লিখুন