নির্বাচনের তপশিল ঘোষণা হলেই দেশে আসবেন তারেক রহমান
                                                                                        ডেস্ক নিউজ                                        
                                        প্রকাশ: ৭ আগস্ট, ২০২৫, ১:৫০ 
                                    
                                                                    নির্বাচনের তপশিল ঘোষণা হলেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসবেন বলে সমকালকে জানিয়েছেন তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, আগামী নির্বাচনে তারেক রহমান প্রার্থী হতে পারেন একাধিক আসনে।
বৃহস্পতিবার বিকেলে সমকালকে দেওয়া একান্ত সাক্ষাতকারে এসব তথ্য জানান তিনি।
হুমায়ুন কবির বলেন, লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। চলতি বছরের ১৩ জুলাই এই বৈঠক অনুষ্ঠিত হয়।
তিনি জানান, একান্ত এই বৈঠকে আগামী নির্বাচন ও সরকার গঠন নিয়ে বিএনপির ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। আগামী নির্বাচনে জয় পেলে কেমন দেশ গড়তে চায় বিএনপি কিংবা নির্বাচনী রুপরেখা নিয়েইবা দলটির ভাবনা কী? এমন সব মৌলিক বিষয় নিয়ে বৈঠক করেছেন তারা।


                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
আপনার মতামত লিখুন