বোরকা পরে এসে দোকানের তালা কেটে ৫০০ ভরি সোনা চুরি
ডেস্ক নিউজ
প্রকাশ: ৯ অক্টোবর, ২০২৫, ১১:১৫
রাজধানীর মালিবাগে ফরচুন শপিংমলে জুয়েলার্সের দোকান থেকে ৫০০ ভরি সোনা চু/রির ঘটনা ঘটেছে। সিসি ক্যামেরায় দেখা গেছে, চো/রচ/ক্রের দুজন সদস্য বোরকা পরে জুয়েলারি দোকানটির তালা কেটে এই সোনা চু/রি করছে।
বুধবার (৮ অক্টোবর) দিবাগত রাতে এ চু/রির ঘটনা ঘটে। এই ঘটনার পর পুরো শপিং মলে চরম আ/তঙ্ক ছড়িয়ে পড়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৩টার দিকে মালিবাগের ফরচুন শপিংমলের ‘শম্পা জুয়েলার্স’ নামের একটি জুয়েলারি দোকানে এ চু/রির ঘটনা ঘটে।
সিসি ক্যামেরায় দেখা গেছে, চো/রচ/ক্রের দুজন সদস্য বোরকা পরে এসে জুয়েলারি দোকানটির শাটারের তালা কে/টে সোনা চু/রি করে।
শম্পা জুয়েলারির মালিক অচিন্ত কুমার বিশ্বাস বলেন, দোকানে ৪০০ ভরির মতো সোনার জুয়েলারি সাজানো ছিল। এ ছাড়া ১০০ ভরির মতো বন্ধকি সোনা ছিল। একই সঙ্গে ৪০ হাজার টাকার মতো নগদ ছিল। চোরচক্র সবকিছু লু/টে নিয়ে গেছে।
তিনি বলেন, প্রতিদিনের মতো বুধবার রাত ৯টায় আমি দোকান বন্ধ করে বাসায় যাই। সকালে মার্কেটের দারোয়ানের মাধ্যমে খবর পেয়ে এসে দেখি আমার দোকানে কিছু নেই।
এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেবেন বলেও জানান ভুক্তভোগী এ দোকান মালিক।
ডিএমপির রমনা থানার পরিদর্শক (তদন্ত) তারিকুল ইসলাম তারিক বলেন, আমাদের কাছে সংবাদ আসার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে যাই। সম্ভবত রাতে একদল চোর শম্পা জুয়েলার্স নামে দোকানটির সাটারের তালা কেটে ভেতরে প্রবেশ করে। ওরা সেখানে থাকা বিভিন্ন স্বর্ণালঙ্কার চু/রি করে। মালিকপক্ষ আমাদেরকে জানিয়েছে, দোকান থেকে প্রায় ৫০০ ভরি স্বর্ণালঙ্কার চু/রি হয়ে গেছে।


আপনার মতামত লিখুন