মহেশখালীতে অস্ত্র-গুলিসহ দুই ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: ৭ এপ্রিল, ২০২৫, ১:০৪
মহেশখালীতে অস্ত্র-গুলিসহ দুই ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড

Oplus_16908288

কক্সবাজারের মহেশখালীতে অস্ত্র, গুলি ও কিরিচসহ দুই ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড।

সোমবার (৭ এপ্রিল) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন কোস্টগার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

আটককৃতরা হলেন, মহেশখালী উপজেলার বাসিন্দা মো. আব্দুর রহিম (২৪) ও আব্দুল খালেক (৪৪)। তারা স্থানীয়ভাবে চিহ্নিত ডাকাত দলের সক্রিয় সদস্য বলে জানিয়েছে কোস্টগার্ড।

লে. কমান্ডার সিয়াম-উল-হক জানান, সোমবার ভোরে হোয়ানক ইউনিয়নের ধলঘাট পাড়ায় একটি বসতঘরে অস্ত্রধারীদের অবস্থানের খবর পেয়ে কোস্টগার্ড ও মহেশখালী থানা পুলিশের একটি যৌথ দল অভিযান চালায়।

অভিযানে সন্দেহভাজন কয়েকজন পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে দুজনকে আটক করা হয়। পরে বসতঘরটি তল্লাশি করে দেশীয় তৈরি তিনটি বন্দুক, দুটি কিরিচ, একটি গুলি, দুটি গুলির খালি খোসা এবং একটি অস্ত্র পরিষ্কারের রড উদ্ধার করা হয়।

আটকদের বিরুদ্ধে মহেশখালী থানায় একাধিক মামলা রয়েছে। নতুন করে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন কোস্টগার্ডের এই কর্মকর্তা