মা-বাবাকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রাখেলেন ছেলে
ময়মনসিংহ: ব্যবসার জন্য টাকা না দেওয়ায় মা-বাবাকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রেখেছে ছেলে মো. রিয়াদ হাসান রাজু (৩০)। ভয়াবহ এ ঘটনায় ত্রিশালজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
তিনি জানান, বুধবার দিনের বেলায় মা রানোয়ারা বেগমকে গলা টিপে হত্যা করে ঘরে লুকিয়ে রাখেন ছেলে রাজু। পরে সন্ধ্যায় বাবা বাড়ি ফিরলে তাকেও কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেন। এরপর ঘরের মেঝে খুঁড়ে দুইজনের মরদেহ পুঁতে রাখেন।
পরদিন সকালে বোন জরিনা খাতুন বাবার বাড়ি এলে ঘরের ভেতর রক্তের দাগ ও খোঁড়া মাটি দেখে সন্দেহ হয়। প্রতিবেশীদের জানালে তারা রাজুকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার ও রাজুকে গ্রেপ্তার করে।
ত্রিশাল থানার ওসি মো. মনসুর আহম্মেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজু হত্যার কথা স্বীকার করেছেন। তিনি জানান, ব্যবসার জন্য টাকা না দেওয়ায় রাগে এ ঘটনা ঘটিয়েছেন। আগে চাকরি করলেও বর্তমানে তিনি বেকার ছিলেন।
নিহতদের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, জানিয়েছেন ওসি


আপনার মতামত লিখুন