মিয়ানমারের গুলি টেকনাফ সীমান্তে বসতবাড়ি ও দোকানে হানা আহত-১

ডেস্ক নিউজ
প্রকাশ: ২৬ অক্টোবর, ২০২৫, ৫:৩৫
মিয়ানমারের গুলি টেকনাফ সীমান্তে বসতবাড়ি ও দোকানে হানা আহত-১

কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমারের দিক থেকে ছোড়া গুলিতে বসতবাড়ি ও দোকানঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন এক স্থানীয় বাসিন্দা।

রোববার ভোররাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুরা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি) ও দেশটির বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে তীব্র সংঘর্ষের সময় গুলি ও মর্টারের খণ্ড বাংলাদেশ সীমান্তে এসে পড়ে। এতে কয়েকটি দোকান ও বসতঘর ক্ষতিগ্রস্ত হয় এবং এক ব্যক্তি গুলিবিদ্ধ হন।

ঘটনার পর সীমান্তের মানুষ আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে এবং সীমান্তজুড়ে সতর্ক অবস্থান নিয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।