লিটারে সয়াবিন তেলের দাম বাড়ল ৬ টাকা, পাম তেল ১৩

ডেস্ক নিউজ
প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২৫, ২:২৮
লিটারে সয়াবিন তেলের দাম বাড়ল ৬ টাকা, পাম তেল ১৩

বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ছয় টাকা বাড়ানো হয়েছে। এ ছাড়া প্রতি লিটার খোলা সয়াবিন তেল ৮ টাকা ও খোলা পাম তেলের দাম ১৩ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। আগামীকাল মঙ্গলবার থেকেই নতুন এ দাম কার্যকর হবে।

আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর সিদ্ধান্ত জানায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। এতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা সাপেক্ষে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ভোজ্যতেলের দাম সমন্বয় করা হয়েছে।

ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুসারে, মঙ্গলবার থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে ১৯৫ টাকায়। এত দিন ঘোষিত দাম ছিল ১৮৯ টাকা। আগামীকাল থেকে প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হবে ১৭৭ টাকায়। আজ পর্যন্ত দাম ছিল ১৬৯ টাকা।

সয়াবিনের পাঁচ লিটারের বোতলে দাম বেড়েছে ২৫ টাকা। পাঁচ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ৯৪৫ টাকা। আজ পর্যন্ত দাম ছিল ৯২০ টাকা। প্রতি লিটার খোলা পাম তেলের দাম হয়েছে ১৬৩ টাকা। এটি আগে ছিল ১৫০ টাকা।

গত মাসের শেষ দিকে ভোজ্যতেলের দাম নির্ধারণ নিয়ে সরকার ও ব্যবসায়ীদের মধ্যে টানাপোড়েন সৃষ্টি হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির কারণ দেখিয়ে প্রতি লিটার সয়াবিন তেলে ব্যবসায়ীরা ১০ টাকা দাম বাড়ানোর প্রস্তাব করেন ব্যবসায়ীরা। কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় দাম এক টাকা বাড়াতে রাজি হয় বাণিজ্য মন্ত্রণালয়। পরবর্তীতে ব্যবসায়ীদের পক্ষ থেকে ঘোষণা ছাড়াই বাজারে ভোজ্যতেলের দাম বাড়তে দেখা যায়।

এর আগে গত এপ্রিল মাসে সর্বশেষ সয়াবিন তেলের দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছিল। তখন বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ১৪ টাকা, খোলা সয়াবিন ও পাম তেলের দাম ১২ টাকা এবং বোতলজাত পাঁচ লিটার সয়াবিন তেলের দাম ৭০ টাকা বাড়ানো হয়। অবশ্য গত আগস্টের মাঝামাঝি খোলা পাম তেলের দাম লিটারে ১৯ টাকা কমানো হয়।

জানা গেছে, সোমবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে পুনরায় বৈঠক হয়। বৈঠকে সয়াবিন তেল ও পাম তেলের নতুন দাম নির্ধারণ নিয়ে আলোচনা হয়।