শনিবার কক্সবাজার শহরের একাধিক এলাকায় আট ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।
শনিবার (১ নভেম্বর) ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত কক্সবাজার শহরের বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ৩৩ কেভি ফিডারের মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে এ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ বিভাগ (বিউবো), কক্সবাজার দপ্তর।
বিউবো সূত্রে জানা গেছে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ৩৩ কেভি ফিডারের মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ হাতে নেওয়া হয়েছে। এ কারণে ১১ কেভির আওতাধীন বিভিন্ন ফিডারের এলাকায় শনিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ থাকবে না— বদর মোকাম, এন্ডারসন রোড, কৃষি অফিস রোড, বড়বাজার, চাউল বাজার, পেশকারপাড়া, বাজারঘাটা, লালদিঘীর পাড়, নুনিয়ারছড়া, বরফকল, পুরাতন মাছ বাজার, ফুলবাগ সড়ক, পানবাজার রোড, নুরপাড়া, এয়ারপোর্ট রোড ও তৎসংলগ্ন এলাকায়।
বিউবোর নির্বাহী প্রকৌশলী জানান, এ কাজের মাধ্যমে বিদ্যুৎ সেবার মান উন্নয়ন ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা হবে। তবে নাগরিকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে।


আপনার মতামত লিখুন